জাহাঙ্গীর পাটোয়ারী
আইনশৃঙ্খলা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ সভা নোয়াখালীর সেনবাগে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী)আংশিক আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালীর পুলিশ সুপার (এস পি) মোঃ আলমগীর হোসেন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল শাহ এমরান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা।
মতামত ব্যাক্ত করে ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান বেলাল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব, সেনবাগ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আমান উল্যা, নোয়াখালী জেলা পরিষদ সদস্য রেজিয়া বেগম বকুল, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আউয়াল, ইউপি সদস্য মমতাজ বেগম, আবদুল হাকিম প্রমুখ।
সভায় সাংবাদিক. জনপ্রতিনিধি, শিক্ষক, পেশাজীবি সহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন অংশগ্রহন করে।
Leave a Reply